স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউ.পি সদস্য চেরেঙ্গা গ্রামের মিজানুর রহমান মিজান মেম্বার। তার বাসায় এক মানসিক প্রতিবন্ধী নাম- মহি উদ্দীন. পিতা- মোঃ ইয়াকুব. মাতা- আছিয়া খাতুন. ইউনিয়ন- শশর্দী. থানা- ফেনী সদর. জেলা- ফেনী. গত- ৪ বছর যাবৎ আশ্রয়িত ছিলেন। গত ৪ বছর আগে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চেরেঙ্গা বাজারে পাগলবেশে রাস্তায় রাস্তায় ঘুরছিলো মানসিক প্রতিবন্ধী মহি উদ্দিন। ২নং হোসেনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউ.পি সদস্য মিজানুর রহমান মিজান দেখে তাকে বাসায় নিয়ে আসেন. সেই থেকে এই ৪ বছর যাবৎ মানসিক প্রতিবন্ধী মহি উদ্দিন তার বাসাতেই ছিলেন। অনেক খোজ খবর নেওয়ার পরও মানসিক প্রতিবন্ধী মহি উদ্দিন এর বাসা বা বাসার কাউকে পাওয়া না যাওয়ায় মানসিক প্রতিবন্ধী মহি উদ্দিন কে তার আসল ঠিকানায় ফিরিয়ে দিতে সহযোগিতা কামনা করে অনুসন্ধানমুলক জাতীয় পত্রিকা অগ্রযাত্রা’র স্টাফ রিপোর্টার শেখ মোঃ মনিরুল ইসলাম বাবু’র স্বরণাপর্ন হন ২নং হোসেনপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউ পি সদস্য মিজানুর রহমান মিজান এবং সকল ঘটনা অনুসন্ধানমুলক জাতীয় পত্রিকা অগ্রযাত্রা’র স্টাফ রিপোর্টার শেখ মোঃ মনিরুল ইসলাম বাবু’র সাথে বলেন। তিনি সকল ঘটনা শুনে গত ২৩ এপ্রিল ২০২১ শুক্রবার অনুসন্ধানমূলক জাতীয় পত্রিকা অগ্রযাত্রা’য় সন্ধান চেয়ে একটি সংবাদ প্রকাশ করেন।
শুধু সংবাদ প্রকাশ করেই বসে থাকেন নাই. মানসিক প্রতিবন্ধী মহি উদ্দিন কে তার পরিবারের কাছে পৌঁছে দিতে গুগল ঘেটে ফেনি জেলার সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউ.পি সদস্যগনের মোবাইল নং সংরক্ষণ করে শশর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর সাথে কথা বলেন অনুসন্ধানমূলক জাতীয় পত্রিকা অগ্রযাত্রা’র স্টাফ রিপোর্টার শেখ মোঃ মনিরুল ইসলাম বাবু। এবং পরবর্তীতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউ পি সদস্য মিজানুর রহমান মিজান এর সাথে ফেনী সদর উপজেলার শশর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম ভুইয়ার সাথে যোগাযোগ করিয়ে দেয়. তারই ধারাবাহিকতায় গত এক সপ্তাহ আগে মানসিক প্রতিবন্ধী মহি উদ্দিন এর বাসার খোজ পাওয়া যায়। এবং আজ ১৬ই মে ২০২১ রোজ রবিবার সকাল ৬টায় মানসিক প্রতিবন্ধী মহি উদ্দিন কে তার আপন ঠিকানায় ফিরিয়ে নিতে তার ভাই ও মামা হোসেনপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউ পি সদস্য মিজানুর রহমান মিজানের বাসায় হাজির হন। হোসেনপুর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউ পি সদস্যগন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ও অনুসন্ধানমূলক জাতীয় পত্রিকা অগ্রযাত্রা’র স্টাফ রিপোর্টার শেখ মোঃ মনিরুল ইসলাম বাবু’র ভিডিও কলে অংশগ্রহনের মাধ্যমে মানসিক প্রতিবন্ধী মহি উদ্দিন কে তার ভাই ও মামার হাতে উঠিয়ে দেয় মিজান মেম্বার। ৪বছর আগে হারানো ছেলে কে খুজে পেয়ে খুশিতে আত্নহারা মহিউদ্দিনের পরিবার। এবং ৪ বছর পরিবারের সদস্য হিসেবে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন মিজান মেম্বার ও তার পরিবার কে।