স্টাফ রিপোর্টারঃ
ঈদের এই দিনে দিনাজপুর জেলা চিরিরবন্দর থানা কাঁকড়া নদী রাবার ড্রাম এ হাজার মানুষের ভিড় সাথে ছিলেন অনুসন্ধান মুলোক জাতীয় পত্রিকা অগ্রযাত্রার ঢাকা ব্যুরো ইনচার্জ সাধারণ মানুষের কাছে মাক্স বিতারন করেন এছাড়াও এলাকায় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মাক্স বিতরণ করেন এছাড়াও সাথে ছিলেন এলাকার তরুণ সমাস কল্যাণে নিয়োজিত কর্মীগণ এলাকার সাধারণ লোকজনের কাছ থেকে কাঁকড়া নদীর রাবার ড্রাম এর পরিবেশ সম্পর্কে জানতে চাই তারা বলেন এলাকার পরিবেশ ভালো এবং আমরা এই পরিবেশে অত্যন্ত আনন্দ উপভোগ করছি ঈদের আনন্দ টাকে সবাই ভাগাভাগি করে নিচ্ছি অনেকেই বলছে এর পরিবেশের বর্তমানে যে পরিবেশ আছে তার চেয়ে ভালো ছিলো কিছু অসৎ লোক এই পরিবেশটাকে নষ্ট করেছে সামান্য কিছু টাকার লোভে বিভিন্নভাবে এরা এই স্থানটি দখল করে নিয়েছে দোকানপাট বসিয়ে জায়গাগুলোকে দখল করে নিয়েছে এতে করে পরিবেশ ভারসাম্য হারিয়ে ফেলছে তাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতিদ্রুত কাঁকড়া নদীর রাবার ড্রাম এর অবৈধভাবে এসব স্থান দখল করে নিয়েছে তা দ্রুত দখলমুক্ত করা হোক অফিস কক্ষ এবং হল রুম বেহাল দশায় রয়েছে সরকারি চেয়ার টেবিল গুলো নষ্ট হওয়ার একপর্যায়ে এবং তা বেদখল ভাবে ধানের গোডাউন বানিয়ে রেখেছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি অতি দ্রুত দখলদার দের হাত থেকে দখলমুক্ত করা হোক এবং এর পরিবেশ আগের রূপে পরিপূর্ণ করে দেয়া হোক