মোঃ বাদশা মিয়া, লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাটে দেড় মাসের ব্যবধানে অপহরণ হওয়া দুই স্কুল ছাত্রীর মধ্যে চট্টগ্রাম থেকে একজনকে উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ রয়েছে অপর স্কুল ছাত্রী।
গত ১৬ ডিসেম্বর লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নেরর বনগ্রাম এলাকার ধরলা নদী তীরবর্তী অঞ্চল থেকে ষষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রীকে শাকিল আহমেদ (১৮) অপহরণ করে। এতে ছাত্রীর বাবা বাদী হয়ে ২১ ডিসেম্বর লালমনিরহাট সদর থানায় একটি অপহরণ মামলা করেন। পুলিশ মামলাটি আমলে নিয়ে অনেক চেষ্টা করে গতকাল রাতে স্কুল ছাত্রীকে উদ্ধার করে। সেই সাথে একই এলাকার নুরনবী মিয়ার ছেলে অপহরণকারী শাকিল আহমেদ (১৮) কে আটক করে পুলিশ। লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক মৃগেন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই মৃজেন্দ্র জানান, শাকিল স্কুল ছাত্রীকে ১৬ ডিসেম্বর অপহরণের পরে চাট্টোগ্রামের এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যায়।পুলিশ অপহরণকারীটির সন্ধান পেয়েছিল এবং পরে স্কুল ছাত্রীকে উদ্ধার করে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
এদিকে, ১৩ নভেম্বর তিস্তা নদীর তীরবর্তী অঞ্চল থেকে অপহৃত অপর এক স্কুলছাত্রীকে এখনও উদ্ধার করা যায়নি।
পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, একই এলাকার মনোয়ারুল ইসলাম তাদের কন্যাকে অপহরণ করেছে। কিন্তু পুলিশ এখনো তাদের মেয়েকে উদ্ধার করতে এবং অপরাধীকে গ্রেপ্তার করতে পারেনি।
তবে পুলিশ জানিয়েছে, স্কুলছাত্রীকে উদ্ধার এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।