রিমা বানু,নওগাঁ প্রতিনিধি :
আজ শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলেকপুর হাটে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা (আসকস) বাংলাদেশ (রেজিঃ নং-১৭০১৩৫) তিলেকপুর শাখার আয়োজনে, তিলেকপুর শাখার সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মো. ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিধি হিসাবে উপস্থিত ছিলেন, আক্কেলপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা মো. আব্দুস সালাম আকন্দ। বিশেষ অতিধি হিসাবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা (আসকস) বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা ও বগুড়া জেলা কমিটির প্রধান উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল খালেক (অবঃ), আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান, ৪নং তিলেকপুর ইউনিয়ন, নওগাঁর চেয়ারম্যান মো. রেজাউল করিম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা (আসকস) বাংলাদেশ তিলেকপুর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সার্জেন্ট মো. এ.বি সিদ্দিক।
এসময় বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। চাকরি থেকে অবসর নিলেও দেশের উন্নয়ন ও সমৃদ্ধি বৃদ্ধিতে ভূমিকা রাখতে চায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস) তিলেকপুর শাখা। একে অপরের জন্য সহযোগিতার হাত বাড়ানোর পাশাপাশি সমৃদ্ধশালী দেশ ও জাতি গঠনে একটি মাইলফলক সংগঠন হিসেবে প্রকাশের প্রত্যয় ব্যক্ত করেছেন এছাড়াও সংগঠনটি নিজেদের স্বার্থ রক্ষার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তারা।