সিরাজ উল্লাহ(কোম্পানীগঞ্জ নোয়াখালী)প্রতিনিধিঃ- নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ-কমিটির নবনির্বাচিত সদস্য মনোনীত হওয়ায় কোম্পানীগঞ্জের কৃতি সন্তান আইয়ুব আলীকে তার নিজ গ্রাম মুছাপুরে ইউনিয়নে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছায় ও অভিনন্দন জানিয়ে সম্বর্ধনা দিয়েছেন।
এসময় আন্তর্জাতিক উপ কমিটিতে স্থান দিয়ে তাকে সম্মানিত করায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি এবং তার রাজনৈতিক গুরু বসুরহাট পৌরসভার জনপ্রিয় মেয়র আবদুল কাদের মির্জার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুর নবী বাবুল, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও মুছাপুর ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আহছান উল্যাহ ভুট্টো, ১ নং ওয়ার্ড ইউপি সদস্য শাহীনুর ইসলাম সুমন, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সেলিম উল্ল্যাহ, কোম্পানীগঞ্জ উপজেলা মাইগ্রেশন ফোরামের সাধারণ সম্পাদক এম.এ মোবারক মানিক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলা উদ্দিন খোকন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম রাকিব, ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক টিটু সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।