আসমাউল হুসনা,চকরিয়াঃকক্সবাজার জেলার চকরিয়ায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চকরিয়া পৌরসভার বর্তমান মেয়র আলমগীর চৌধুরী দ্বিতীয়বার ও আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার টিকেট পেলেন।তিনি ১৩ই মার্চ শনিবার দুপুর ২.০০ ঘটিকার দিকে বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের ও আত্নীয়দের জানান।তাঁরা বিষয়টি জানতে পেরে আলমগীর চৌধুরীকে শুভেচ্ছা বিনিময় ও উৎসাহিত করেন।২০১৫ সালেও চকরিয়ায় পৌর নির্বাচনে নৌকার প্রতীক নিয়ে বিজয় লাভ করেছিলেন আলমগীর চৌধুরী।
মেয়র আলমগীর চৌধুরী বলেন,সকলের ভালোবাসায় ও দোয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দ্বিতীয়বারের মতো দলীয় মনোনয়ন দিয়েছেন।প্রধানমন্ত্রীর এই প্রতীকের সম্মান রক্ষার্থে সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছি।
আগামী ১১ই এপ্রিল ইভিএম এর ৬ষ্ঠ ধাপে চকরিয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।সে অনুযায়ী আগামী ১৮ই মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ।মনোনয়ন যাচাই-বাছাই ১৯শে মার্চ ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪শে মার্চ।