রাব্বি চৌধুরী, স্টাফ রিপোর্টার-
ব্রাহ্মনবাড়িয়ার জেলার আখাউড়া উপজেলার আওতাধীন ধাতুর পহেলা গ্রামের’ধাতুর পহেলা প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সমাজের ছিন্নমূল ও অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ধাতুর পহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন ধাতুর পহেলা গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গ ও গ্রামের যুবকবৃন্দরা।
এই সময় একে একে বক্তারা বলেন দূর প্রবাসে থেকেও যারা এই করোনা মহামারীতে অসহায় ছিন্নমূল মানুষদের সাহায্য সহোযোগিতা করেছো তোমাদের কাছে আমরা চির কৃতজ্ঞ এবং ভবিষ্যতে তোমরা আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারো উপরওয়ালার নিকট তোমাদের জন্য এই দোয়া কামনা করি।
ধাতুর পহেলা প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের প্রচার সম্পাদক মোঃ আজিম ভূইয়া জানান অনেক পরিশ্রমের মাধ্যমে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সবকিছু দিতে পারছি তাতে আলহামদুলিল্লাহ।
তিনি আরও বলেন আমি তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের ধাতুর পহেলা প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের যারা দেশে থেকে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং যাদের মাধ্যমে আমরা আমাদের এই উদ্যোগ টি সফল করতে সক্ষম হয়েছি।
ইনশাআল্লাহ বেঁচে থাকলে ভবিষ্যতেও মানবতার পাশে ছিলাম,আছি এবং অসহায়দের পাশে থেকে কাজ করে যাবো।