মোঃ জাহিদুলইসলাম হাইমচরঃ
আগামী কাল ১ ফেব্রুয়ারি হাইমচর উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও জেলা যুবলীগ সদস্য প্রয়াত আব্দুল লতিফ কবিরাজের ২য় মৃত্যুবার্ষিকী।
মৃত্যু বার্ষিকী উপলক্ষে কাল সোমবার মরহুমের কাটাখালি এলাকার নিজ বাড়িতে দোয়া কোরআন খানি ও মিলাদ অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামী ১৪ ফেব্রুয়ারি লতিফ কবিরাজের মায়েরও ২য় মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত হবে। মরহুমদের আত্মার মাঘফেরাত কামনা করে দোয়া ছেয়েছেন মরহুম লতিফ কবিরাজের ছোট ভাই হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিয়াদ।
Agrajatra 24 The most investigative weekly newspaper of Bangladesh