আসমাউল হুসনা,স্টাফ রিপোর্টার, চকরিয়াঃ
আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস।বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন।বর্বর পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীদের পরাজিত করে আমরা এই দিনটি পেয়েছি,পেয়েছি স্বাধীন সার্বভৌমত্ব প্রিয় বাংলাদেশ।মুক্তিযুদ্ধ চলাকালে আমাদের দেশের ত্রিশ লক্ষ সাহসী সন্তান স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন।তাঁদের স্মরণার্থে প্রতিবছর ১৬ ই ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি।শহীদ মিনারে ফুল দিয়ে তাঁদের স্মরণ করি।
চকরিয়া উপজেলায় শহীদদের স্মরণার্থে আজ ১৬/১২/২০২০ ইং বিজয় দিবস উদযাপন করা হয়।প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ও সংগঠনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।দেশাত্নবোধক গানের মধ্য দিয়ে খালি পায়ে শহীদ মিনারে ফুল দেয়।চকরিয়া পৌরসভার সেনাবাহিনী ক্যাম্পের পাশে শহীদ মিনারে এই বিজয় দিবস উদযাপন করা হয়।চকরিয়া উপজেলার স্কুল,কলেজ, ছাত্রলীগ,যুবলীগ,চকরিয়া প্রেসক্লাব,ছাত্র সংগঠন ও এলাকার সাধারণ মানুষ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় রাস্তায় ছাত্র-ছাত্রীদের নিয়ে রেলি করা সম্ভব হয়নি এ বছর।সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহার করে এই উদযাপন কাজ শেষ হয়।