লালমনিরহাট জেলা প্রতিনিধি –
আঞ্জুমান মুফিদুল ইসলাম ঢাকার সৌজন্যে লালমনিরহাটের জেলা শাখা কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩টায় আঞ্জুমান মুফিদুল ইসলাম লালমনিরহাট জেলা শাখা কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও আঞ্জুমান মুফিদুল ইসলাম লালমনিরহাট জেলা শাখার সভাপতি আবু জাফর, সাবেক সিভিল সার্জন ও আঞ্জুমান মুফিদুল ইসলাম লালমনিরহাট জেলা শাখার আজীবন সদস্য ডাঃ কাশেম আলী, আঞ্জুমান মুফিদুল ইসলাম লালমনিরহাট জেলা শাখার কার্য্যনির্বাহী ও আজীবন সদস্য ময়নুল ইসলাম, আঞ্জুমান মুফিদুল ইসলাম লালমনিরহাট জেলা শাখার সম্পাদক ও আজীবন সদস্য রফিকুল আলম খান স্বপন। বিশিষ্ট ব্যাক্তিবর্গ, সাংবাদিকসহ সুধীজন উপস্থিত ছিলেন। এসময় ৮০ জন দুস্থ ও গরিব শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।