রিপোর্ট ঃআলাউদ্দিন আকন ঃ
এমন জীবন তুমি করিতে হবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভূবন । কিংবদন্তি, শ্রদ্ধেয় সাবেক অধ্যক্ষ
আধুনিক বিএম কলেজের রূপকার, প্রফেসর মোঃ হানিফ স্যার গতকাল রাত আনুমানিক ১০টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা ইবনে সিনা হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্নালিল্লাহি—–রাজিউন)।
আজ ২টার দিকে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে তার মরদেহ আনা হলে, সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। এসময় শ্রদ্ধা নিবেদন করেন বরিশালস্থ ভোলা জেলা জণকল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো: ফারুক, সাংগঠনিক সম্পাদক মো: হাবিবুর রহমান হাবিব, বরিশালস্থ ভোলা জেলা ছাত্রছাত্রী কল্যাণ পরিষদ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিয়াজ পাটওয়ারী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে বিকাল তিনটার দিকে সরকারি ব্রজমোহন কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মৃত দেহ নগরীর মুসলিম গোরস্তানে দাফন করা হয়।