শিবলী সরকার, রাজশাহী ব্যুরোঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক এর উদ্যোগে গরিব-দুঃখী, অসহায় মানুষের মাঝে ইফতারি বিতরণ করা হয়। ইফতারি বিতরণ করেন- রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এর উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) জনাব মুহাম্মাদ সাইফুল ইসলাম।
বৈশ্বিক মহামারি কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের আতংকে আতংকিত সারাবিশ্ব, বাংলাদেশও এই মরনব্যাধী করোনা ভাইরাসের সংক্রমণে আতংকিত। করোনা ভাইরাস জনিত কারণে মানুষকে সচেতন ও সুরক্ষিত পরিবেশে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য সরকার লকডাউনের ঘোষণা দেন। সরকার কর্তৃক ঘোষিত লোকডাউনে সাধারণ খেটে-খাওয়া মানুষের জীবন চালিকা শক্তিতে অর্থনৈতিক উপার্জনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, যার কারনে সরকার অনেক অর্থ বরাদ্দ দিয়েছেন।
তারই ধারাবাহিকতায় অসহায় দারিদ্র মানুষের মাঝে খাবার বিতরণে মহোৎ উদ্দেশ্য নেওয়ার জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনারসহ সকল পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন রাজশাহীবাসী।
বৈশাখের প্রচন্ড খরতাপে মানুষ যখন একটু শ্রান্তির আশায় শীতলতা খুঁজে ফিরে ঠিক তখন করোনা ভাইরাসের উর্দ্ধগতিরোধে কঠোর লকডাউন বাস্তবায়নে মৃত্যু ভয় উপেক্ষা করে সম্মুখসারির যোদ্ধা হিসেবে দেশব্যাপি কাজ করছে বাংলাদেশ পুলিশ। রাজশাহী মহানগরীতে কর্মরত সম্মুখসারির যোদ্ধাদের সম্মানে পবিত্র মাহে রমজানে ইফতারের আয়োজন করেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়।
পুলিশ কমিশনার মহোদয়ের পক্ষে ইফতার সামগ্রীগুলো মাঠ পর্যায়ে পৌঁছিয়ে দেন উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) জনাব মুহাম্মদ সাইফুল ইসলাম।
আপনারা ঘরে থাকুন, আমাদেরকে সহযোগীতা করুন। নিজে নিরাপদ থাকি, রাষ্ট্রকে নিরাপদ রাখি।