রেজানুর ইসলাম, গাজীপুর।
ঢাকা – ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার এলাকা। তিন লেনের দুই পাশের দুই লেন দিয়ে শুধুমাত্র একদিক থেকে গাড়ি চলাচল করে কিন্তু মাঝখানের লেন দিয়ে দুই দিক থেকেই গাড়ি চলাচল করে বিধায় পথচারীরা রাস্তা পারাপার হওয়ার সময় বিভ্রান্ত হয়ে দূর্ঘটনার শিকার হন।
গাড়িচালকদের বেপরোয়া গতিতে চলমান গাড়িতে পিষ্ট হয়ে প্রাণ হারাচ্ছেন অনেক পথচারী, ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক পরিবার। একমাত্র উপার্জনক্ষম অভিভাবকে হারিয়ে পথে বসেছে অনেক পরিবার। মাঝখানের লেনে এ পযর্ন্ত অসংখ্য দূর্ঘটনা সংঘটিত হওয়ার পরও কর্তৃপক্ষ এখন পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। আজ দুপুরে আনুমানিক ২ টার সময় মোটরসাইকেল আরোহী ট্রাফিক পুলিশের দুই সদস্য দূর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। অবিলম্বে অন্তত অস্থায়ী ডিভাইডার দিয়ে গাড়িগুলোকে যেকোনো একদিকে চলাচলের ব্যবস্থা করলে দূর্ঘটনা অনেকাংশে কমতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনতিবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে জনগণকে দূর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য এলাকাবাসির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না। আপনাদের সজাগ দৃষ্টিই রক্ষা করতে পারে অনেক জীবন, রক্ষা করতে পারে অনেক পরিবার।