আশরাফ আলী ফারুকী
স্টাফ করেসপেন্ডেটঃ
আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদন্ডের আদেশবাংলাদেশ প্রকৌশল বিশ্বিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ রাব্বীকে পি’টিয়ে হ;ত্যা মাম’লায় ২০ জনকে মৃ’ত্যুদ’ণ্ড ও ৫ জনকে যাবজ্জী’বন কা’রাদ’ণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বি’চারক আবু জাফর মো. কামরুজ্জামান এই রায় ঘোষণা করেন।২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে আবরারকে পিটিয়ে হ’ত্যা করে দু’র্বৃত্ত’রা। এ ঘটনায় ১৯ জনকে আসা’মি করে পরের দিন ৭ অক্টোবর চকবাজার থানায় একটি হ’ত্যা মাম’লা করেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ।
মাত্র ৩৭ দিনে তদ’ন্ত শেষ করে একই বছরের ১৩ নভেম্বর চার্জশিট দাখিল করেন মা’মলার তদন্ত কর্মকর্তা গোয়ে’ন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান। চার্জশিটে ২৫ জনকে আসা’মি করা হয়।আর রাষ্ট্রপক্ষে সাক্ষী করা হয়, ৬০ জনকে। চার্জশিট দাখিলের পর ২০২০ সালের ১৫ মার্চ মাম’লাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ স্থানান্তরের আদেশ দিয়ে গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়। একই বছরের ১৪ সেপ্টেম্বর মাম’লাটি চার্জগঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বি’চারক আবু জাফর মো. কামরুজ্জামান।