জহুরুল ইসলাম, স্টাফ রিপোটার
সাভার আশুলিয়া শিমুলিয়া বাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিটের প্রায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে বলে জানা গেছে। মঙ্গলবার (৬ এপ্রিল ) আশুলিয়া শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া বাজারে রাত ১২.৩০ মিনিট মধ্যে আগুনের সূত্রপাত ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সারে ১১ টার দিকে বাজারের একটি দোকানের বিদ্যুৎতের তার ছিড়ে পরে। এসময় ওই দোকানে আগুন ধরে যায়। মহুর্তেই কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনা স্তলে দূরত্ব চলে আসে।
এবং কিছুখনের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনে।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্তলে পৌঁছে প্রথমে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ার পরে ধামরাই ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আসে। ৪ টি ইউনিটের প্রায় ১ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বিদ্যুৎতের তার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানতে পারছি। প্রায় ৮ থেকে ১০ টি দোকান পুড়ে গেছে। আমাদের কাজ এখনও চলমান রয়েছে। ধারণা করা হচ্ছে ব্যবসায়ীদের প্রায় ৯ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পাড়ে।