শম্পা জামান,আশুলিয়া থেকে-
আশুলিয়ায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ছাত্রলীগ নেতা রিফাত তালুকদারের উদ্যেগে পাবনারটেক প্রাইমারী স্কুল মাঠে কেক কাটা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার রাত সাড়ে নয়টায় আশুলিয়া থানা যুবলীগের সাবেক প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও থানা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সুমন আহম্মেদ ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন ।
এসময় সুমন আহম্মেদ ভূঁইয়া বলেন, ‘ছাত্র রাজনীতির পাশাপাশি লেখাপড়া চালিয়ে যেতে হবে। স্বাধীন বাংলাদেশের জন্ম হওয়ার আগে ও পরে ছাত্রলীগ সকল আন্দোলনের সূতিকাগার। তাই নিজেদের লেখাপড়া শিখে আগামী দিনের জন্য যোগ্য হতে হবে।’
আলোচনা সভায় বিশিষ্ঠ ব্যবসায়ী সোনা মিয়া তালুকদারের সভাপতিত্বে ও ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হালিম মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বিশিষ্ঠ ব্যবসায়ী তরুণ সমাজ সেবক সুমন মীর,তাজিবুল,রাসেদ মীর,নয়ন,সুজন,বাসির,রশিদ,রুবেল প্রমুখ।