বিনোদন ডেস্কঃ
এবার মৃত প্রায় নদী বুড়িগঙ্গা’র দুষন এবং দখলের বিরুদ্ধে “কাদছে বুড়িগঙ্গা” শিরোনামের গান নিয়ে আসছেন তরুণ গায়ক “কাব্যিক পলাশ”। গান টি লিখেছেন ও সুর করেছেন তিনি নিজেই।
গেয়েছেনও নিজে এমনকি মিউজিক ডিরেকশনও দিয়েছেন কাব্যিক পলাশ নিজেই।
গানটি’র পৃষ্ঠপোষকতা করেছেন Aimex digital limited, এবং খুব শীঘ্রই গান টি আসছে প্রচারে।
জানা গেছে কাব্যিক পলাশের বাড়ি পুরান ঢাকার লালবাগ থানা অধীনস্থ নবাবগঞ্জে, যেখান থেকে দুই মিনিট হাটলেই মিলে যায় বুড়িগঙ্গা নদী।
ছোটবেলায় প্রতিদিন এই নদীতেই সাতার কাটা হতো কাব্যিক পলাশের, তাই সেই ভালোবাসা চুয়ে চুয়েই যেন এই গান ” কাদছে বুড়িগঙ্গা”।
কাব্যিক পলাশ একজন কবি, গান লেখক এবং গিটার বাজিয়ে তিনি গান’ও করেন, তাছাড়া উনি বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত থেকে বিভিন্ন সময় পরিবেশ রক্ষার্থে কাজ করে গেছেন।
এখন Aimex digital limited কে সাথে নিয়ে আরও অনেককিছু করবেন বুড়িগঙ্গা নদীর জন্য, এবং যতদিন এই দখল ও দুষন চলতে থাকবে ততদিন কাব্যিক পলাশের প্রতিবাদ’ও চলতে থাকবে।
কখনো গানে, কখনো কবিতায়, কখনো গল্পে, কখনো নাটকে কিংবা, এবং কখনও বা সিনেমায়।
বুড়িগঙ্গা কে উনি ভালোবাসেন, বুড়িগঙ্গা কে উনি ধারণ করেন তাই বুড়িগঙ্গার জন্য উনি বিপ্লব অব্যাহত রাখবেন, যত বাধা/বিপত্তি’ই আসুক না কেন।
Agrajatra 24 The most investigative weekly newspaper of Bangladesh