এস.এম নুরনবী,স্টাফ রিপোর্টারঃ
বরগুনা আমতলী উপজেলা ৩ নং আঠারোগাছিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাদশা তালুকদারের পুত্র সাবেক ইউপি সাদস্য মোঃ দুলাল তালুকদার।
মোঃদুলাল তালুকদার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক করেন,গত ১লা ফেব্রুয়ারি রাত ৭ টায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রায়
৫ শতাধিক মানুষের উপস্থিতি ঘটে,বৈঠকে গন্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন শানু তালুকদার,আনোয়ার তালুকদার, জাফর তালুকদার, আলতাফ তালুকদার, মফিজ উদ্দিন মেম্বার, বাবুল তালুকদার, সোহরাব তালুকদার,অরুণ তালুকদার, কামরুজ্জামান তালুকদার,মজিদ তালুকদার, মোহাম্মদ গাজী, মোঃ হাকিম খান,রফিক হাং,নাসির গাজী, সহিদ মৃধা মোহাম্মদ সিকদার,বারেক হাং,মনির সিং, কাইউম তালুকদার, জসিম, হুমায়ুন নওয়াব, জহির নাসির, রেজা, গফফার, বাহাদুর, সালাউদ্দিন, মনির,বাচ্চু,রিপন তালুকদার সহ আরো অনেকে। বৈঠকে উপস্থিত বক্তব্য রাখেন মোঃ মফেজ উদ্দিন মেম্বার, নয়াব তালুকদার, সোরাফ হাং,নাসির গাজীসহ আরও অনেকে।
বক্তারা আসন্ন নির্বাচন উপলক্ষে এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা করেন এবং সাবেক সফল ইউপি সদস্য দুলাল তালুকদারের অতীতের উন্নয়নের স্মৃতিচারন করেন। শুধু তাই নয় আসন্ন নির্বাচনে সকলে তার পক্ষে একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মেম্বার দুলাল তালুকদার বলেন, আসন্ন নির্বাচনে জয়ী হলে অতীতের ন্যায় এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। তিনি আরো বলেন এলাকার হতদরিদ্র ও ভুমিহীন কৃষকসহ জনকল্যাণমুখী নানাবিধ
উন্নয়নের চাকা সচল রাখার জন্য তিনি সারাজীবন কাজ করে যাবেন।