নিজস্ব প্রতিবেদকঃ
অনলাইনে ইউটিউব চ্যানেল বিক্রির কথা বলে রাজিউল হক নামে এক অপরাধী শত শত লোকের সাথে প্রতারণা করেছে।
ভিডিও লিংকঃ https://www.youtube.com/watch?v=O2ye7GYdttM
প্রতারক রাজিউল হক এর বাড়ি সিংড়ার নাটর রাজশাহীতে। ছাড় পায়নি সরলমনা লোকজন । সরলভাবে সৃষ্টিকর্তার দোহাই দিয়ে নিজের জাতীয় পরিচয়পত্রের ছবি অগ্রীম জমা রেখে প্রতারণার ফাদ বসিয়েছে । ২১শে মার্চ সকালে ভুক্তভোগী জিকরুল হকের সাথে তার কথা হয় যে তিনি ইউটিউব চ্যানেল টাকার প্রয়োজনে বিক্রি করবেন । অগ্রীম প্রমাণ হিসেবে রাজিউল নিজের জাতীয় পরিচয়পত্র প্রদান করেন এবং অগ্রীম ৬০০০/- টাকা গ্রহণ করেন । এরপরেই ফেসবুকে ব্লক দিয়ে উধাও হয়ে যায়। অনুসন্ধানে জানা যায়, শুধু এই ভুক্তভোগীকেই নয় আরো অনেককেই ঠকিয়েছেন এই রাজিউল হক। প্রমাণ হিসেবে ভুক্তভোগী রেখেছেন সব স্ক্রিনশট এবং ভিভিওচিত্র। অপরাধীর অগ্রীম জমা রাখা জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, তার নাম মোঃ রাজিউল হক এর পিতাঃ মোঃ শারফুল ইসলাম এবং মাতার নাম মোছাঃ রামিমা বেগম। তিনি শ্রীকুন্ডার সিংড়া গ্রামের নাটোর রাজশাহীতে গ্রামের বাড়িতে অবস্থান করছেন যা মেসেঞ্জার ভিডিও কলেও তিনি ভুক্তভোগীকে উক্ত জায়গাটি প্রদর্শন করান। এ ধরনের অপরাধী দ্রুত প্রশাসনের নিকটে ধরা পড়বে বলে ভুক্তভোগী আশা করেন। ইতোমধ্যে সাইবার পুলিশ সেন্টার সিআইডিতে অভিযোগ করা হয়েছে। খুব দ্রুতই প্রতারক ধরা পড়বে বলে ভুক্তভোগী আশাবাদী।