তাশরিফ আহমাদ
শায়েখ ফজলুল করীম রহ. এর রুহের মাগফিরাত কামনায় ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্বের কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
বাংলাদেশে ইসলামী রাজনীতির দিকপাল ও আত্মপরিচয় নির্মাতা শায়েখ ফজলুল করীম রহ. এর রুহের মাগফিরাত কামনায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্ব ২৫ নভেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী ১০০ টি স্পটে কুরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করে।
দোয়া মাহফিল পূর্ব আলোচনায় অতিথিরা বলেন শায়েখ ফজলুল করীম রহঃ বাংলাদেশে রাজনীততে আদর্শিক ও শুদ্ধ ধারা তৈরী করেছেন। যুগসচেতন মহান এই মনীষীর বলিষ্ঠ নেতৃত্ব ও দূরদর্শী চিন্তাধারার ফলেই বাংলাদেশে ইসলামী আন্দোলন গণমানুষের সংগঠনে পরিণত হয়েছে। আত্মশুদ্ধি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অপরূপ সন্নিবেশিত কাঠামো প্রস্তুত করার মাধ্যমে এদেশে ইসলামী রাজনীতির মজবুত ভিত্তি গড়েছেন সৈয়দ ফজলুল করীম রহ.।
নগর সভাপতি শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ ইউসুফ পিয়াস এর সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের দাওয়াহ ও প্রচার সম্পাদক সাবেক ছাত্রনেতা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম।
এসম আরো উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য শফিকুল ইসলাম, শুরা সদস্য ইমরান হোসেন নূর, নগর পূর্বের সহ-সভাপতি সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক জসিম খাঁ, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মাইনুল ইসলাম, অর্থ ও কল্যান সম্পাদক ইকবাল মাহমুদসহ নগর ও থানা শাখার প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।