মোহাম্মদ ইউনুছ, নাইক্ষ্যংছড়ি,
রামুর ঈদগড় ও নাইক্ষ্যংছড়ির বাইশারী সড়কের পানিস্যাঘোনাস্থ রেনুরছড়া ব্রীজ সংলগ্ন সড়ক থেকে এক লক্ষ পিচ ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে কক্সবাজার ডিবি পুলিশ । আটক হাফেজ আহমেদ (৩৫)
বান্দরবান জলার রুমা উপজেলার আব্দুল হাফেজের ছেলে বলে জানা গেছে।
শনিবার (৯ জানুয়ারি) সকাল ৯ টায় কক্সবাজার সদর সার্কেলের এসপি মানুনের নেতৃত্বে কক্সবাজার ডিবি পুলিশ ঈদগড়-বাইশারী সড়কের রেনুরছড়া ব্রীজ সংলগ্ন রাস্তা থেকে নম্বর বিহীন একটি সিএনজি আটকিয়ে তল্লাসী চালিয়ে ১ লক্ষ পিচ ইয়াবা ও পাচারে ব্যবহারকৃত ১টি সিএনজিসহ হাফেজ আহাম্মদকে আটক করেন।
প্রাথমিক ভাবে উদ্ধারকৃত ইয়াবার বাজার মুল্য ১ কোটি টাকা হবে বলে জানা গেছে। তবে এ সংবাদ লেখা কাল পর্যন্ত উদ্ধারকৃত ইয়াবা ,সিএনজি ও আটককৃত ব্যক্তিকে কক্সবাজার ডিবি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।