মোঃ ছাইফুল ইসলাম জিহাদ,
ঈদের দিনে শপথ নিলাম আজ
করতে ভালো কাজ,
সকল মুসলিমকে বাঁচাতে সবাই
মুখে তুলবো আওয়াজ।
সরল মনে বাঁকা চাঁদে আজ
দেখো মিষ্টি হাঁসি,
ঈদ এলো আজ রমজান শেষে
ঈদকেই ভালোবাসি।
সব ভেদাভেদ ভুলে সবাই আজ
পড়বো ঈদের নামাজ,
রোজার গুনেই সকলে সবাই
গড়বো সুন্দর সমাজ।
ঈদ মোবারক ঈদ মোবারক
সবার মুখে আওয়াজ,
বিশ্ব মুসলিমকে বাঁচাতে সবাই
করবো সঠিক কাজ।
ঈদ মানে নয় শুধুই হাঁসি ভাই
ঈদ যে গরীবের কান্না,
ঈদ হলো যে ধনী লোকের
ভালো পোশাক তামান্না।
আসুন আমরা সবাই মিলে
করি ঈদে শপথ,
সকল মুসলিম ভাই ভাই
থাকি ঐক্যমত।