সিরাজ উল্লাহ(কোম্পানীগঞ্জ, নোয়াখালী)প্রতিনিধিঃ-
আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই নোয়াখালী কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা। বুধবার ৩১ মার্চ দুপুর ১২টার সময় পোরসভা অফিসে কক্ষে ফেসবুক লাইভে এসে তিনি এই ঘোষণা দেন।
লাইভে কাদের মির্জা বলেন, অতীতে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি তা রক্ষা করে আমি বিদায় নিতে চাই। আমি আর প্রশ্নবিদ্ধ হতে চাই না, আমি দল থেকে বিদায় নিচ্ছি। এতো দিন আমি আ.লীগের মির্জা ছিলাম, আজ থেকে আমি আওয়ামী লীগের মির্জা নয়। কোনো শক্তি আমাকে আর আ.লীগের মির্জা বানাতে পারবে না।
আর ভবিষ্যতেও কোনো জনপ্রতিনিধি হতে নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলেও ঘোষণা দেন।
তবে তিনি নিজের ঘোষিত উপজেলা আ.লীগের কমিটির সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী ও সেক্রেটারি ইউনুসকে দূর থেকে সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন।
উল্লেখ্য, কাদের মির্জা নোয়াখালীর বসুরহাট পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেয়ে মেয়র নির্বাচিত হন। তিনি দুই যুগেরও বেশি সময় ধরে কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। অবশেষে তিনি আ.লীগের সংগে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলেন। কাদের মির্জা তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে এসব কথা বলেন।
এই সময় তিনি আরো ঘোষণা দেন-১. ভবিষ্যতে কোন রকম কোন জনপ্রতিনিধি হতে নির্বাচনে অংশগ্রহণ করবেন না।
২. ভবিষ্যতে কোন রকম কোন দলীয় পদ-পদবির দায়িত্ব নেবেন না।
তিনি আরো বলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার সেক্রটারী ইউনুস আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে যাদেরকে মনোনয়ন দিবে তাদেরকে ঢাকা থেকে মনোনয়ন না দিলে প্রয়োজনে সতন্ত্র প্রার্থী দিয়ে কোম্পানীগন্জে ইউপি নির্বাচন করা হবে এবং আগামি সংসদ নির্বাচনও অবাদ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য ঢাকায় গিয়ে আন্দোলন করবেন বলে পেইজে এসে জানান কাদের মির্জা।