মানিকগঞ্জ জেলায় ২০১৭ সালে পানি উন্নয়ন বাের্ডের তত্ত্বাবধানে, কোটিকোটি টাকা ব্যায়ে জাফরগঞ্জে নির্মান করা
হয়েছে বেরীবাধ, এই বাঁধ নির্মানের ফলে এই অঞ্চলের
মানুষ অব্যহত যমুনার ভাঙ্গনের থেকে রেহাই পায় এবং মানিকগঞ্জ জেলায় দৃষ্টিনন্দন স্পট হিসেবে জাফরগঞ্জ ভ্রমন ব্যাপক পরিচিতি লাভ করে
জাফরগঞ্জে বাড়তে থাকে ভ্রমন পিপাসুদের আনাগােনা স্থানীয় লােকজনের পাশাপাশি
আশেপাশের বিভিন্ন জেলা রাজধানী থেকেও বহু
মানুষের আনাগােনা এখানে পরিলক্ষিত হয়। এলাকাটির সৌন্দর্য আরাে উপভােগ করার লক্ষে উপজেলা প্রশাসন শিবালয় ভ্রমন পিপাসুদের বসার
জন্য বেশ কিছু সিমেন্টের বেঞ্চ নির্মান করেছে তাতে টাইলস বসানাে হয়েছে।
কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে সরকারের এই উন্নয়ন
প্রকল্প এখন ম্লান হয়ে যাচ্ছে।
একশ্রেনির অসাধু ব্যাবসায়ীদের কারনে এখানে কয়েকজন অসাধু ব্যাবসায়ী রাজধানী ও তার আশপাশের বিভিন্ন রাসায়নিক কারখানার বিষাক্ত বর্জ্য মিশ্রিত পলিথিন এনে এই পর্যটন এলাকায় মজুদ করে বেরীবাধের সৌন্দর্য এবং প্রাকৃতিক জীববৈচিত্র্যর ব্যাপক ক্ষতি সাধন করছে এই বিষাক্ত
পলিথিন গুলো যখন নদীতে পরিস্কার করছে তখন নদীর পানি ও মাছের ব্যাপক ক্ষতি হচ্ছে ভ্রমনে ৷ আসা দর্শনার্থীরা এতে চরম বিরক্ত প্রকাশ করছে।
সার্বিক বিষয়টি বিবেচনায় নিয়ে
যথাযথ তদন্ত সাপেক্ষে
বেড়িবাঁধের সৌন্দর্য রক্ষায় দৃঢ় পদক্ষেপ নিবেনসেই আশা করে মানিকগঞ্জ জেলার তেওতা ইউনিয়নের এলাকাবাসী সচেতন নাগরিক।