অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা
অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা
আমাদের অগ্রযাত্রা পত্রিকার চকরিয়া(কক্সবাজার) প্রতিনিধি ও সহকর্মী আসমাউল হোসনার বড় বোন তছলিমা জান্নাত দীর্ঘদিন যাবত দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছেন। তছলিমা জান্নাত আমাদের মাঝেই বাঁচতে চান। কিন্ত বর্তমানে টাকার অভাবে তার চিকিৎসা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। কারণ তছলিমার স্বামী জয়নাল আবেদীন সামান্য একজন দিনমজুর। তছলিমার রয়েছে ৩ মেয়ে আর ২ ছেলে সন্তান। তারাও মাতৃহারা হতে চায়না।
অতএব, প্রিয় বন্ধুরা- আপনাদের একটু সহায়তাই হয়তো ক্যান্সার আক্রান্ত তছলিমার বেঁচে যাবার উছিলা হবে। বেঁচে যাবে একটি পরিবার। সন্তানরা হয়তো আরো কয়েকটা দিন তাদের মাতৃস্নেহ পাবে।
আমি জানি, আমরা চাইলেই পারি। তাই আসুন, ক্যান্সার আক্রান্ত তছলিমা জান্নাতের পাশে দাড়াই।
যোগাযোগঃ
01843470735
সাংবাদিক আসমা উল হুসনা (তছলিমার ছোট বোন)
অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা