ঢাকাসোমবার , ১৫ মার্চ ২০২১
৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ২১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ মঙ্গলবার
আজকের সর্বশেষ সবখবর

“এভাবে চলতে থাকলে পিঠ দেয়ালে ঠেকে যাবে” _চাঁদপুর জেলা প্রশাসক।

Agrajatra 24
মার্চ ১৫, ২০২১ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

হাছিনুর আকরামঃ “মুজিববর্ষে শপথ করি; প্লাাস্টিক দূষণ রোধ করি’’-এ প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ ১৫ মার্চ সকাল ১০ টায় চাঁদপুর জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকারের আয়োজনে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে মানববন্ধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস। তিনি তাঁর বক্তব্যে বলেন, শুধুমাত্র আইন প্রয়োগ করে ভোক্তার অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব না। যদি না যার যার অবস্থান থেকে নিজেরা সচেতন হই।
এ প্রসঙ্গে বলতে যেয়ে তিনি বলেন, মিষ্টির দোকানে ২’শ গ্রাম প্যাকেট দেওয়া হয়। মানুষ ৩০০টাকা কেজি দরে মিষ্টি কিনবে, প্যাকেট নয়।
চিকিৎসা সেবা প্রসঙ্গে বলতে যেয়ে তিনি বলেন, ডায়াগনস্টিক সেন্টার অহেতুক বিভিন্ন পরীক্ষা দিয়ে রোগী হয়রানী করছে। এমনকি মৃত রোগীকে আইসিইউয়ে রেখে রোগীর স্বজনের কাছ থেকে অর্থ হাতিয়ে নেবার অভিযোগও উঠছে।
চাঁদপুর জেলা প্রশাসক তাঁর বক্তব্যে আরও বলেন, এই করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের খাত দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে শিক্ষার্থীর পরিবারের কাছ থেকে। যা মোটেও কাম্য নয়।
তিনি বলেন এভাবে সকল দিক দিয়ে ভোক্তারা বঞ্চিত হচ্ছে। আমরা যদি নিজেরা সচেতন না হই, এভাবে চলতে থাকলে আমাদের পিঠ দেয়ালে ঠেকে যাবে।

সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক নুর হোসেন ভোক্তা অধিকার দিবসের বিভিন্ন দিক এবং ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭, ৩৮, ৪০, ৪১, ৪৪, ৪৫, ৪৬, ৫০,৫১, ৫২ ধারাগুলোর ব্যাখ্যা ও প্রয়োগ, দন্ড বা জরিমানা সহ নানাবিধ বিষয়ে ভিডিও চিত্র প্রদর্শন ও সার্বিক তথ্য উপস্থাপন করেন। এই উপাস্থাপনায় দেখা যায় (২০১৫-২১) এ পর্যন্ত চাঁদপুরে ৪০৯টি অভিযান পরিচালনা করে ১৫৫০টি প্রতিষ্টানকে ৩৭লাখ ৭৭হাজার ৫’শো টাকা জরিমানা করা হয়। এছাড়া ভোক্তা হতে প্রাপ্ত ৮০টি অভিযোগ নিষ্পত্তিতে জরিমানা করা হয় আরও ৬৮হাজার ৩’শ টাকা, এই টাকার ২৫℅ দাঁড়ায় ১৭হাজার ৭৫ টাকা, যা অভিযোগকারীদের প্রদান করা হয়।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সাহনাজ, পুলিশ সুপারের প্রতিনিধি ডিআইও মনির হোসেন, খাদ্য নিরাপত্তা কর্মকর্তা মুনতাছির মাহমুদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুন্ডু, হোটেল মালিক সমিতির সভাপতি আবদুল আজিজ দেওয়ান ও ক্যাব প্রতিনিধি বিপ্লব সরকার।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, নির্বাহম্যোজিস্ট্রেটগণ, ফায়ার সার্ভিসের ১ টি দল ও জেলার বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, চাঁদপুর রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক আঃ আজিজ দেওয়ান, কৃষি বিপণন অধিদপ্তরের জেলা মার্কেটিং অফিসার এন এম রেজাউল ইসলাম, জেলা সমাজ সেবা অফিসার মোঃ মনিরুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নাজিম হোসেন শেখ, সিভিল সার্জন অফিসের হাবিবুল হাসান, মাদক দ্রব্য অধিদপ্তরের উপপরিচালক দিদারুল আলম, বাবুরহাট বাজার সমিতির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খান, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।