নোমান আহমেদ স্টাফ রিপোর্টার (সিলেট) কোম্পানীগঞ্জ ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সাবেক সফল সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের মৃত্যুতে খিদমা ব্লাড ব্যাংক কোম্পানীগঞ্জ শাখার পরিচালক
ও সিলেট মারকাযুল হিদায়ার সম্মানিত শিক্ষক মাওলানা আলাউদ্দীন সারওয়ার শোক বার্তা প্রকাশ করেন।
আলাউদ্দীন সারওয়ার তার প্রেরিত শোক বার্তায় বলেন দিলদার হোসেন সেলিমের শূন্যতা অপূরণীয়। তিনি আজীবন বৃহত্তর জৈন্তার গরীব দুঃখী ও অধিকার বঞ্চিত মানুষের জন্য নিরলসভাবে কাজ করেছেন। একজন সুষ্ঠ, পরিচ্ছন্ন রাজনীতিবিদের যত গুণাবলী থাকা দরকার তার সবই ছিল।
সিলেট এম সি কলেজের ছাত্র সংসদ থেকে জাতীয় সংসদ কাঁপানো সেলিম ছিলেন সবার প্রিয় ব্যক্তিত্ব।
তিনি আরো বলেন আমার দেখামতে সেলিম ভাই ব্যক্তি জীবনে ছিলেন অত্যান্ত সাদামাটা স্বভাবের।
তার বিয়োগে সিলেটবাসী সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক ও কর্মী বান্ধব নেতাকে হারালো।
সর্বশেষে তিনি দেশবাসীর কাছে দিলদার হোসেন সেলিমের আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা করেন।