মোঃআজিজুর রহমান -হাতিয়া হতে।
হাতিয়া উপজেলার আওতাধীন পৌরসভা ০১নং ওয়ার্ডের বটতলী বাজার হতে পশ্চিমে প্রায় এক কিঃমিঃ রাস্তার বেহাল দশা। এতে এলাকার লোকজনের যাতায়াতের ভোগান্তির শেষ নেই।এলাকাবাসীর বক্তব্য হচ্ছে গত ২০১০ সালে অত্র এলাকাটি হাতিয়া উপজেলা পৌরসভার ০১নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত হয়। কাগজে কলমে পৌরসভা থাকলে ও উন্নয়নের ছোয়া লাগেনি এই এলাকায়। পৌরসভার অন্যান্য ওয়ার্ডের রাস্তার কাজ কিছুটা হলে ও তারা বঞ্চিত। এলাকার জনগন আরো বলেন -এর পূর্বে অত্র এলাকাটি ০৬ নং চরকিং ইউনিয়নের আওতায় ছিলো। তখনিও কোন উন্নয়ন হয়নি।পৌরসভা হওয়ার পর ও কোন উন্নয়ন হয়নি।রাস্তাটি ইটের তৈরি হওয়ায় ইট গুলি মাটি থেকে সরে উঁচু নিচু হয়ে গেছে। এই রাস্তায় কোন প্রকার যানবাহন চলাচল করা সম্ভব নয়।এমনকি বৃদ্ধ লোক হেটে চলতে গেলে পড়ে যায়।বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদেরকে বলে কোন সুরা না হওয়ায় দীর্ঘ ভোগান্তির পর এলাকার যুব সমাজ একত্রিত হয়ে রাস্তাটি সংস্কারের জন্য নেমে পড়ে এতে রাস্তাটি যান বাহন চলাচলের উপযোগী হয়।তাই উক্ত রাস্তাটি দ্রুত সরকারীভাবে পুনঃ সংস্কারের জোর দাবি জানাচ্ছে ভুক্তভোগী এলাকাবাসী।