কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের বৃহত্তর জনগোষ্ঠীখ্যাত এলাকা চিকনীপাড়া, সোনারপাড়া, নয়াপাড়া, ফকিরজুমপাড়া, অফিসপাড়া, ফকিরা ঘোনা ও নোনাছড়ি এলাকায় অবস্থিত মধুখালীবাসীদের নিয়ে গঠিত ‘আঁরা মধুখাইল্যা’ সংগঠনের সকল সদস্যের মতামতের ভিত্তিতে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৩ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেন প্রবীণ উপদেষ্টা জনাব বজল আহমদ, চিকনীপাড়া।
কমিটিতে জনাব নুরুল কাদের মেম্বারকে – আহ্বায়ক, মুহাম্মদ জাকের হোছাইনকে সদস্য সচিব ও মুহাম্মদ নূরে তজল্লীকে সদস্য করা হয়।
আগামী ২৫শে ডিসেম্বর-২০২০ইং তারিখের মধ্যে কাউন্সিল ও সমাবেশের মাধ্যমে নতুন পূর্ণাঙ্গ কমিটি
করে দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়েছে।
বিলুপ্ত কমিটি: সভাপতি- মাষ্টার ইউনুচ বাহার,
সাধারণ সম্পাদক – মুহাম্মদ জাকের হোছাইন
অর্থ সম্পাদক – মাষ্টার কায়ছার উদ্দিন।
তারা বিগত ১৪ই আগস্ট-২০১৯ইং হইতে আজ অদ্যাবধি দায়িত্ব পালন করে আসছিলেন।