কাজী রুবায়েত ইসলাম, খুলনা
খাবিব, কনর, ব্রক লেস্নার, ফ্রাঙ্কলিন, ডাস্টিন পেরিয়ার , ফ্রান্সিস এনগনু, অ্যান্ডারসন সিলভা হালের আর অতীতের পরিচিত নাম। তবে বাংলাদেশের এতটা জনপ্রিয় হয়ে উঠে নি। আকাশ সংস্কৃতি আর ইন্টারনেটের সহজলভ্যতাতে এই নামগুলো পরিচিত হতে শুরু করেছে বাংলাদেশ এ। আর এই পরিচিত মুখগুলো যে খেলার সাথে যুক্ত তাকে বলা হয় (এম এম এ )মিক্সড মার্শাল আর্ট।
কম্বাট খেলা হিসেবে পৃথিবীর সর্বপ্রথম খেলা ধরা হয় মল্লযুদ্ধ কে। এরপর আসে বক্সিং। সাথে চাইনিজদের কুংফু বা জাপানিজদের কারাতে। এছাড়াও কোরিয়ানদের তাইকোন্ডো বা রাশিয়ানদের সামবো অথবা ধরা যেতে পারে ফ্রান্সের সাভাটে। ব্রাজিলিয়ানদের দখলে থাকা জুজুৎসু বা জাপানিজদের জুডো। এই প্রত্যেক আলাদা আলাদা খেলাকে একই সূত্রে গেঁথেছে এই এম এম এ। প্রত্যেকটি স্টাইল অপর স্টাইল থেকে ভালো, মৌখিক এ লড়াই আমরা বিভিন্ন সিনেমায় দেখে এসেছি। কিন্তু বর্তমানে এই মিক্স মার্শাল আর্ট এর জন্য প্রত্যেকটি স্টাইল একে অন্যের সাথে মোকাবেলায় যুক্ত হচ্ছে পারফরমেন্সে।
আমেরিকান আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ(UFC)বা বেলাটোর কিংবা সিঙ্গাপুরের ওয়ান চ্যাম্পিয়নশিপ (one )এখন আমাদের কাছে পরিচিত নাম। বিলিয়ন ডলারের এই কোম্পানিগুলো যে প্রতিবছর ফাইটারদের কে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে দর্শকদের কাছে আনন্দ পৌঁছে দিচ্ছে। ইউএফসি বা বেলাটোর এ বাংলাদেশ থেকে কেউ না গেলেও সিঙ্গাপুরের ওয়ান চ্যাম্পিয়নশিপে খেলে এসেছেন একজন বাঙালি। যদিও বাংলাদেশের মিক্স মার্শাল আর্টের নেতৃত্বে ছিলেন ইশতিয়াক আহমেদ চৌধুরী। বাংলাদেশের কাছে এম এম এ কে পরিচিত করেছেন তিনি। পেশায় একজন আইনজীবী হয়েও তৈরি করেছেন বাংলাদেশ মিক্স মার্শাল আর্ট অ্যাসোসিয়েশন, যার সাধারণ সম্পাদক তিনি। এছাড়াও তার পাওনিয়ার টিম এক্সট্রিম। বর্তমানে কাজ করে যাচ্ছেন ইনভিকটাস বিজেজে এন্ড এম এম এ এর সাথে। বাংলাদেশ মিক্স মার্শাল আর্ট অ্যাসোসিয়েশন এর ব্যানারে কয়েকটি ন্যাশনাল খেলা হয়। এছাড়াও ঢাকায় এমএমএ এর অনেকগুলোই খেলা হয় বছরে। এমএম এর উন্নয়নের তিনি কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। ঢাকার বাইরে খুলনা,চট্টগ্রাম,সিলেট থেকেও তিনি বর্তমানে প্লেয়ার নিতে ইচ্ছুক। এ অঞ্চলগুলোতেও তিনি কাজ করতে চান। তাকে এ বিষয়ে কথা বলা হলে মুঠোফোনে তিনি জানান, ” বশির আহমেদ তাঁর এমএম এর মেন্টর ছিলেন। তার অনুপ্রেরণায় এম এম এর র দিকে ঝোঁকে তিনি। এছাড়াও ইউএফসি এর চ্যাম্পিয়ন রিচ ফ্র্যাংকলিন, ওয়ান চ্যাম্পিয়ন ইয়শিতাকা নাইতো এদের মত ব্যক্তিদের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে তার। যোগ্য ব্যক্তি এবং সঠিক নির্দেশনা দিয়ে তিনি পরবর্তী ওয়ান চ্যাম্পিয়ন তৈরি করতে চান।
পাশের দেশ ভারতেও বেশ জনপ্রিয় খেলা। বিভিন্ন মুভিও হয়েছে এই খেলাকে কেন্দ্র করে । ব্রাদার্স,সুলতান ব্যবসাসফল মুভি এই খেলার ফল। বিভিন্ন প্রমোশনের মতো এখন ভারতে হচ্ছে ফাইট লিগ। বাংলাদেশ থেকে গেল বছরে কয়েক জন প্লেয়ার খেলে এসেছেন ভারতে। আশা করা যায় অদূর ভবিষ্যতে অন্যান্য খেলা গুলোর মত এম এম এ এর দুনিয়া শাসন করবে বাংলাদেশ।