করোনাভাইরাসের আবারো প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ পুলিশের আইজিপির নির্দেশনায় দেশ ব্যাপি মাঠে নামছে পুলিশ। ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণের লক্ষে মাস্ক ও হ্যাণ্ড স্যানিটাইজার বিতরণ করবে তারা। এরই ধারাবাহিকতায় আজ রবিবার, রাজশাহী জেলা ও মহানগরীতে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হবে।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে রোববার বেলা ১০ টায় রাজশাহী পুলিশের পক্ষ থেকে দুস্থদের মাঝে মাস্ক বিতরণ করা হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। এতে সভাপতিত্ব করবেন রাজশাহী জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
একইদিনে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে বিশ্ব মহামারি করোনার বিরুদ্ধে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করবে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। আরএমপি’র পুলিশ কমিশনার আবু কালম সিদ্দিকের নেতৃত্বে ২১ মার্চ রোববার বেলা ১১ টার দিকে রাজশাহী মহানগরীতে নাগরিকদের উদ্বুদ্ধকরণ ও দুস্থদের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রম শুরু করা হবে।