করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, সিলেট-৩ আসনের আওয়ামীলীগের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ( ৬৮) । আজ বৃহস্পতিবার, ১১ মার্চ দুপুর দেড়টায় ঢাকার ইউটাইটেড হাসপাতালে আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এম পি মাহমুদ উস সামাদ ৮ মার্চ ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং আজ মৃত্যুবরণ করেন। মাহমুদ উস সামাদের মরদেহ ইউনাটেড থেকে সিএমএইচ এ নিয়ে যাওয়া হবে বলে অগ্রযাত্রা জানিয়েছেন হাসপাতালের ডিউটি ম্যানেজার । প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি মাহমুদ উস সামাদের মৃত্যু তে শোক প্রকাশ করেছেন।
এদিকে আবারও নতুন করে বাড়ছেই করোনার প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী গত দুই মাসে আবারো সর্বোচ্চ আক্রান্ত সংখ্যা ১০৫১ জন, গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৬ জনের।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।