মোঃ মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ।
সিলেট -৩ আসনের সাংসদ মাহমুদুস সামাদ চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর আড়াইটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় মারা যান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে সাংসদের ভাই আহমেদুস সামাদ চৌধুরী তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।এর আগে গত রবিবার ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিতে বিমানে ওঠার সময় হাঁপিয়ে পড়েন তিনি। এ সময় অসুস্থ অনুভব করেন তিনি।পরে সেখান থেকে সরাসরি রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকাল বেলায় তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন।বিকেলে তার রিপোর্ট পজিটিভ ধরা পরে। এদিকে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। গতকাল বুধবারও তিনি ভেন্টিলেশনেই ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারী জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে এই সাংসদ করোনা প্রতিরোধক টিকা গ্রহণ করেছিলেন।