রিপোর্টার:মোঃআবু-জাফর প্রদীপ কলাপাড়া থেকে–
পটুয়াখালী জেলার কলাপাড়া থানার দশম শ্রেণী স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় দায়ে মোঃআবুল হোসেন ২৪ কে কলাপাড়া থানা পুলিশ গ্রেপ্তার করেছেন
বিশ্বস্ত সূত্রে জানতে পেয়ে কলাপাড়া থানার পুলিশ বৃহস্পতবার দিবাগত রাত্রে২দুইটার দিকে ২ নংটিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামথেকে আবুল হোসেন কে গ্রেফতার করেন।
অন্যান্য সহযোগী গডফাদার রবিউল চৌকিদার ও অপর সহযোগী জাহিদুল পলাতক রয়েছে
ঘটনায় কলাপাড়া থানায় ৩ তিন জনকে আসামী করে শিক্ষার্থী শুক্রবার একটি মামলা দায়ের করেন, মামলার পরিদর্শক তদন্ত মোঃ আসাদুল রহমান জানান আনুমানিক বৃহস্পতিবার দিন রাত্র আনুমানিক ৯ নয় টার সময় ওই কিশোরী কিছু কেনা কাটার উদ্দেশ্যে দোকানে যাচ্ছিলেন।
তখনি একই এলাকার ৩ তিন বখাটে যুবক পথিমধ্যে পরিকল্পিতভাবে কিশোরীকে আটক করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে করেন।
কিশোরীর ডাক চিৎকার শুনতে পেয়ে এলাকার লোক জন দৌড়ে আসলে আসামীগন শটকে পালিয়ে যায়।
গ্রেফতার কৃত আসামি বাদুরতলী গ্রামের মো: ফারুক হোসেনের ছেলে।