ইয়াছিন মাহমুদ
ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার মডেল মাছিহাতা ইউনিয়নের অন্তর্গত কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ব্যাচ ভিত্তিক -২য় বর্ষ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। গত-১৩ মে রোজ শুক্রবার বিকাল -০৪ ঘটিকায় উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়।
উপকৃত খেলাটি কাছাইইট ঐতিহ্যবাহী হানিকম সংগঠনের সভাপতি মো: শিব্বির আহমেদ ভূইয়ার সভাপতিত্বে, এবং সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সানির সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সদ্য -সাবেক সহ -সম্পাদক বেরিষ্টার এডভোকেট মোহাম্মদ বাকির উদ্দিন ভূইয়া।
প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন-১৩নং মাছিহাতা মডেল ইউনিয়নের চেয়ারম্যান মো:আল আমিনুল হক পাভেল। খেলার শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন।
কাছাইট ইসলামিয়া দাখিল মাদরাসার কার্যকরী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন মুন্সী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ চুনারুঘাট এর সাব-রেজিস্ট্রার হেনায়েত উদ্দিন সুয়েজ,
ডিএএফও/ব্রাহ্মণবাড়িয়ার এসএএস সুপার মো:মাসুকুল আলম,ইউ এও/আশুগঞ্জের এস এ এস সুপার মোহাম্মদ বুরহান উদ্দিন ভূইয়া, ঐতিহ্যবাহী হানিকম সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আমীর হামজা,আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ ব্রাহ্মণবাড়িয়ার টিচার ইনচার্জ মনিরুল ইসলাম নিপু, কাছাইট ইসলামিয়া দাখিল মাদরাসার
সহঃ সুপার মোঃ হাবিবুর রাহমান, কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রভাষক মুমিন খান, মাছিহাতা ইউনিয়নের- ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মতিন-০৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি
মো: রমজান আলী, হানিকম সংগঠনের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির,দপ্তর সম্পাদক এনামুল হক ইকবাল প্রমুখ
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সকল অতিথি বৃন্দ। এ সময় অতিথিবৃন্দের বক্তব্যে বলেন- মাদক কে না বলুন খেলা ধুলাকে হ্যা বলুন খেলাধুলা মানুষের মন কে সুন্দর এবং সতেজ রাখে এবং শরীর গঠনে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলা-ধুলা সহ সাংস্কৃতিক অঙ্গনে অংশগ্রহণ করলে গ্রামের যুবসমাজের মাঝে শান্তি ও আনন্দ ফিরে আসবে, এবং মাদকের ছোবল থেকে এলাকার যুব সমাজকে রক্ষা করা যাবে।অতিথিবৃন্দ টুর্নামেন্ট আয়োজক সহ হানিকম সংগঠনের বর্তমান কার্যনির্বাহী পরিষদের চলমান কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন।
উক্ত খেলায় -২০১৭ ব্যাচ কে হারিয়ে ২০১৯ -ব্যাচ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
সব শেষে চ্যাম্পিয়ন দলের হাতে উপস্থিত অতিথিবৃন্দ ট্রফি সহ প্রাইজ মানি তুলে।