ঢাকাবৃহস্পতিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২১
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

কালিহাতীতে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণে উৎসাহিত করতে জনসচেতনতামূলক র‌্যালি

টাঙ্গাইল জেলা প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৮, ২০২১ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণে উৎসাহিত করতে টাঙ্গাইলের কালিহাতীতে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূণরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে রুমান সিদ্দিকী,উপজেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাছেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহা. মোজাম্মেল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন সহ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের দলনেতা, দলনেত্রী এবং আনসার কমান্ডার গণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।