ঢাকাবুধবার , ২০ জানুয়ারি ২০২১
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

কালিহাতী মেছোবাঘ ধরতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছে

আবিদ আহমেদ বাঁধন, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
জানুয়ারি ২০, ২০২১ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

কালিহাতী উপজেলার এলেঙ্গাতে মেছোবাঘ ধরতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছে। আহত ফায়ার সার্ভিস কর্মী মনিরুজ্জামানকে (২৫) চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বুধবার দুপুরে কালিহাতী উপজেলার এলেঙ্গার জয়েন উদ্দিন প্লাজার আন্ডারগ্রাউন্ড থেকে মেছোবাঘটি ধরতে অভিযান চালায় ফায়ার সার্ভিস কর্মীরা।

দুপুর থেকে রাত সাড়ে ৭ পর্যন্ত মেছোবাঘটি ধরতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের সহকারি স্টেশন অফিসার আবুল কালাম জানান, সকাল সাড়ে ১১টার দিকে এলেঙ্গার জয়েনউদ্দিন প্লাজার আন্ডারগ্রাউন্ড ফ্লোরে মেছোবাঘটি প্রবেশ করে। পরে প্লাজার লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি টিম মেছোবাঘটি উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছে। এরপর মেছোবাঘটি ধরে বাঁধার সময় মনিরুজ্জামান নামের ফায়ার সার্ভিস কর্মীকে আহত করে। পরে আর ধরা সম্ভব হয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা বলেন, আমি বনবিভাগে অবগত করেছি। তারা বিষয়টি ব্যবস্থা নেবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।