মোঃ বাদশা মিয়া, লালমনিরহার:
২৯ ডিসেম্বর মঙ্গলবার লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের রওশন ফিলিং স্টেশনের সামনে থেকে ৪৭ কেজি ২০০ গ্রাম গাজা ও পরিবহনকৃত একটি ট্রাক আটক করেছে পুলিশ।
জানা যায়, কালীগঞ্জ থানাধীন ৩নং তুষভান্ডার ইউনিয়নের তুষভান্ডার মৌজাস্থ রওশন ফিলিং স্টেশন এর সামন থেকে গোপন সংবাদের ভিত্তিতে একটি অর্ধেক পাথর ভর্তি ট্রাক তল্লাশি করে এসব মাদক দ্রব্য (গাঁজা), বহনকৃত ট্রাক, ২টি মোবাইল ফোন এবং নগত ৩,৫০০ টাকা উদ্ধার করে কালিগঞ্জ থানা পুলিশ। এসময় মাদকদ্রব্য রাখার দায়ে হাতিবান্ধা থানাধীন বড়খাতা এলাকার বেলালের পুত্র মোঃ সুমন সরকার (২০) কে আটক করেন এবং সাবু মিয়া (২৫), হেলপার রমজান আলী (৩০)সহ ৩ জন পালিয়ে যায়।
পরবর্তীতে গ্রেফতারকৃত ও পলাতক আসামীগনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের একটি মামলা করা হয়েছে। এ সম্পর্কে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মোঃ সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।