ঢাকামঙ্গলবার , ১৫ ডিসেম্বর ২০২০
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

কাশিল ইউনিয়নের পাস দিয়ে বয়ে চলা বংশী নদীর পাড় দিয়ে চলছে মাটি কাটার হিড়িক

আবিদ আহমেদ বাঁধন, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
ডিসেম্বর ১৫, ২০২০ ৩:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়ন কামুটিয়া গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত বংশী নদীর এক পাড়ের মাটি বিক্রির হিড়িক পড়েছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শতাধিক ট্রলি ট্রাক ভরে নদীর তীরের পাশে ফসলি জমি থেকে মাটি সংগ্রহ করছে এলাকার কিছু প্রভাবশালী অসাধু ব্যবসায়ী। আর এসব মাটি তারা বিক্রি করছে পার্শ্ববর্তী ইট ভাটাগুলোতে।

দীর্ঘদিন যাবত এসব মাটি বিক্রির কাজ চললেও স্থানীয় প্রশাসনের কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি। যার কারণে কিছু অসাধু ব্যবসায়ীদের সাথে যুক্ত হন কিছু স্থানীয় লোকজন। তারা এসব জমিতে চাষাবাদ না করে টাকার লোভে নদীর তীরের জমিগুলোতে মাটি কেটে বিক্রি করছেন। তারা হয়তো জানেনা ২ লক্ষ্যে মানুষের ফসলি জমি নষ্ট হয়ে যাবে। এতে করে প্রতি বছর ভাঙ্গন আতঙ্কে থাকতে হবে নদীর দু পাড়ে মানুষগুলো।

সরেজমিনে দেখা যায়, বাসাইল উপজেলার কাশিল ইউনিয়ন কামুটিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে বংশী নদী প্রায় কয়েক শত কিলোমিটার নদীর এক তীর থেকে চলছে মাটি কাটার মহোৎসব।

প্রতিনিয়ত দু-তিনটি বেকু দিয়ে মাটি কাটা হচ্ছে। বেকু দিয়ে মাটি কেটে ট্রলি ট্রাকে তুলছে। পরে এসব মাটি নিয়ে যাওয়া হচ্ছে পার্শ্ববর্তী ইট ভাটায়। নদীর তীর ঘেঁষে ফসলি জমির মাটি কেটে ট্রাক বোঝাই করছে। এভাবে প্রতিদিন তারা ফসলি জমির মাটি কাটার কাজে নিয়োজিত থাকেন।

মাটি কাটার কাজে নিয়োজিত শ্রমিকরা জানান, আমরা ভাল মুজুরী পাই। সারাদিনে ৫০,৬০ টি ট্রাক লোড করে দেই এতে ভালই আয় হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় প্রভাবশালী মহল তাদের প্রভাব খাটিয়ে মাটির ব্যবসা করে যাচ্ছে। ২ লক্ষ মানুষের ফসলি জমি নষ্ট করে টাকার লোভে অসাধু উপায়ে মাটি বিক্রি করছে।

গ্রামবাসীর দাবি ফসলি জমি নষ্ট না করে যেন মাটি কাটা হয়। সেদিকে লক্ষ্যে রেখে প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়েছেন গ্রামবাসী এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন কৃষকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।