অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা
অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় তাঁত মেশিন নিয়ে দ্বন্দ্বে দুই ভাইয়ের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে মারামারির ঘটনা ঘটে ছোট ভাই হাতে বড় ভাই নিহত হয়েছেন। রোববার সকালে কাশিল ইউনিয়ন বাথুলী সাদী পূর্বপাড়ার খালপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মজিদ মিয়া ও তার ছোট ভাই শফিক মিয়া ওই গ্রামের সেন্টু মিয়ার ছেলে।
কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক জানান, তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই তাঁত মেশিন নিয়ে এ দ্বন্দ্ব চলছে বলে জানিয়েছেন এবং ঘটনাটি হওয়ার পর সকালে আমি জানতে পারি।
বাসাইল থানার ওসি হারুনুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাই মারা গেছেন। তিনিও গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে আছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন সাংবাদিকদের।
অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা