নাগরিকদের মধ্যে উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণের কাজ আজ রবিবার থেকে শুরু হয়েছে। প্রাথমিকভাবে বাসাইল উপজেলা সহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে। প্রাথমিকভাবে কাশিল ইউনিয়নের ১ নং ২ নং ওয়ার্ডে ৩ নং ওয়ার্ডে ওয়ার্ডে ৪ নং ওয়ার্ডে ৫ নং ওয়ার্ডে ৬ নং ওয়ার্ডে ৭ নং ওয়ার্ডে ৮ নং ওয়ার্ডে ৯নং ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে।
বাসাইল থানার আওতাধীন কাশিল ইউনিয়ন এলাকা ঘুরে দেখা গেছে, বেশির ভাগ মানুষ স্মার্ট কার্ড পেয়ে উল্লসিত। সিদ্ধেশ্ বাথুলী সাদী লাইলী বেগম উচ্চ বিদ্যালয়ে দুইটি কক্ষে তিনটি টিম কাজ করছে। নির্বাচন কমিশনের জনবলের তুলনায় নাগরিকের উপস্থিতি অনেক বেশি। কাজ সামলাতে বেগ পেতে হচ্ছে। কার্ড নেওয়ার সময় ভোটারদের স্লিপ সহ আইরিশ স্ক্যান করা হচ্ছে। এ কেন্দ্র থেকে ৪ টা পর্যন্ত তেরোশো কার্ড বিতরণ করা হবে।
তবে অব্যবস্থাপনার অভিযোগ তুললেন বেশ কিছু নাগরিক। কবে কার্ড পাওয়া যাবে, এ বিষয়ে সঠিক তথ্য না থাকায় অনেকেই এসে ফিরে গেছেন। আবার আজকে কার্ড পাওয়ার নির্ধারিত তারিখ থাকা সত্ত্বেও অনেকে কার্ড পাননি। তাঁদের মধ্যে হলেন তানজিলা আক্তার নামের (২২) একটি মেয়ে দাপনাজোর পূর্বপাড়া, শেখ ফরিদ (৪৪) মৃত আব্দুল মান্নান দাপনাজোর পূর্বপাড়া।
দায়িত্ব পালন করছেন বাসাইল থানার এসআই আ: আলীম, এবং কনস্টেবল সুবর্ণ।