কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে ৩ জন এবং আহত হয়েছে ৩ জন । নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে । তারা হলো নিকলী উপজেলার জালালপুর গ্রামের গোলাপ মিয়ার ছেলে রবিন(১৬) ও একই উপজেলার নোয়াগাও গ্রামের সাহেবআলীর ছেলে হাদিছ মিয়া (৫০) ও অজ্ঞাত ১ জন (৪০) বলে জানা গেছে। তবে আহতরা হলো কিশোরগঞ্জের নিকলী উপজেলার মজলিশপুর গ্রামের মো:নুর আলীর ছেলে মোঃ ফরিদ মিয়া(৩৩),একই উপজেলার পিতল হাটি গ্রামের মৃত সাহেব আলীর ছেলে সিএনজির চালক আঃ খালেক(৫৮) ও জালালপুর গ্রামের মো: নবী হোসেনের পুত্র মো: ইসমাইল(৩২)। পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করেছে ।
ভৈরব হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় আজ ১৭/১২/২০( বৃহস্পতিবার) বেলা দেড়টার দিকে কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলা সদর থেকে ছেড়ে আসা ভৈরবগামী যাত্রীবাহী সিএনজি র সাথে কিশোরগঞ্জগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় । এ সময় ঘটনাস্থলেই সিএনজির ১ যাত্রী নিহত হয় । পরে অগ্রযাত্রা পত্রিকার প্রতিনিধি পুলিশ কে খবর দিলে। ঘঠনা স্থলে পুলিশ এসে ও স্থানীয় লোকের সহযোগীতায় আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে সিএনজির আরো ২ জন যাত্রী মারা যায় । আহত ৩ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের টিএচও মোহাম্মদ খোরশেদ আলম জানিয়েছেন ।
ভৈরব হাইওয়ে থানার ওসি মোঃ মামুনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে অগ্রযাত্রা পত্রিকা কে জানান, নিহতদের মধ্যে ২ জনের পরিচয় জানা গেছে তারা হলো নিকলী উপজেলার জালালপুর গ্রামের গোলাপ মিয়ার ছেলে রবিন(১৬) ও একই উপজেলার নোয়াগাও গ্রামের সাহেব আলীর ছেলে হাদিছ মিয়া (৫০) ও অজ্ঞাত ১ জন (৪০) । ঘটনার পর পর ট্রাক চালক পালিয়ে যায় । ট্রাক এর রেজিষ্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো- ট ১৪৮৫৭৬ ও সিএনজির রেজিষ্ট্রেশন নাম্বার কিশোরগঞ্জ -থ ১১-১১৪৮ । এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।