ঢাকাবৃহস্পতিবার , ১৭ ডিসেম্বর ২০২০
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাক- সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৩ নিহত ৩

আবু বকর ছিদ্দিকঃ
ডিসেম্বর ১৭, ২০২০ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে ৩ জন এবং আহত হয়েছে ৩ জন । নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে । তারা হলো নিকলী উপজেলার জালালপুর গ্রামের গোলাপ মিয়ার ছেলে রবিন(১৬) ও একই উপজেলার নোয়াগাও গ্রামের সাহেবআলীর ছেলে হাদিছ মিয়া (৫০) ও অজ্ঞাত ১ জন (৪০) বলে জানা গেছে। তবে আহতরা হলো কিশোরগঞ্জের নিকলী উপজেলার মজলিশপুর গ্রামের মো:নুর আলীর ছেলে মোঃ ফরিদ মিয়া(৩৩),একই উপজেলার পিতল হাটি গ্রামের মৃত সাহেব আলীর ছেলে সিএনজির চালক আঃ খালেক(৫৮) ও জালালপুর গ্রামের মো: নবী হোসেনের পুত্র মো: ইসমাইল(৩২)। পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করেছে ।

ভৈরব হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় আজ ১৭/১২/২০( বৃহস্পতিবার) বেলা দেড়টার দিকে কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলা সদর থেকে ছেড়ে আসা ভৈরবগামী যাত্রীবাহী সিএনজি র সাথে কিশোরগঞ্জগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় । এ সময় ঘটনাস্থলেই সিএনজির ১ যাত্রী নিহত হয় । পরে অগ্রযাত্রা পত্রিকার প্রতিনিধি পুলিশ কে খবর দিলে। ঘঠনা স্থলে পুলিশ এসে ও স্থানীয় লোকের সহযোগীতায় আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে সিএনজির আরো ২ জন যাত্রী মারা যায় । আহত ৩ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের টিএচও মোহাম্মদ খোরশেদ আলম জানিয়েছেন ।

ভৈরব হাইওয়ে থানার ওসি মোঃ মামুনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে অগ্রযাত্রা পত্রিকা কে জানান, নিহতদের মধ্যে ২ জনের পরিচয় জানা গেছে তারা হলো নিকলী উপজেলার জালালপুর গ্রামের গোলাপ মিয়ার ছেলে রবিন(১৬) ও একই উপজেলার নোয়াগাও গ্রামের সাহেব আলীর ছেলে হাদিছ মিয়া (৫০) ও অজ্ঞাত ১ জন (৪০) । ঘটনার পর পর ট্রাক চালক পালিয়ে যায় । ট্রাক এর রেজিষ্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো- ট ১৪৮৫৭৬ ও সিএনজির রেজিষ্ট্রেশন নাম্বার কিশোরগঞ্জ -থ ১১-১১৪৮ । এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।