রেজানুর ইসলাম
গাজীপুর থেকে
বাংলাদেশে কিশোর অপরাধ বাড়ছে৷ গড়ে উঠছে কিশোর গ্যাং৷ তারা হত্যা-ধর্ষণের মতো অপরাধে জড়িয়ে পড়ছে৷ কিন্তু এর নেপথ্যে কী? দায় কার?
কিশোর গ্যাং যে কত ভয়াবহ হয়ে উঠেছে তা গত ১১ জানুয়ারি পুলিশের আইজি বেনজীর আহমেদের বক্তব্যে স্পষ্ট হয়েছে৷ তিনি বলেছেন, ‘‘পুলিশের জন্য এই কিশোর গ্যাং বা কিশোর অপরাধীরাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন৷’’
এই কিশোর অপরাধ প্রতিরোধে পরিবারের ভূমিকাকেই সবচেয়ে বড় বলে মনে করেন পুলিশ প্রধান৷ সারাদেশের প্রত্যন্ত এলাকাতেও এখন কিশোর গ্যাং সক্রিয়৷ অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতারা তাদের ব্যবহার করেন৷ আর সেই ক্ষমতায় গ্যাংগুলো বেপরোয়া হয়ে উঠেছে৷ হত্যা ছাড়াও ধর্ষণ, মাদক ব্যবসাসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়েরর আইন ও অপরাধ বিজ্ঞানের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনের মতে, নিম্নবিত্ত পরিবারে যেমন বাবা -মা দুইজনই কাজে বেরিয়ে যান, তেমনি মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত পরিবারেও বাবা-মা সন্তানকে সময় দেন না৷ তারা নানা ধরনের গেম, সিনেমা দেখে, একাকিত্বের কারণে অপরাধী হয়ে ওঠে৷ আর সমাজ ও রাষ্ট্রে অপরাধ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারও তাদের অপরাধে প্রলুব্ধ করে৷ তবে পরিবারের নজরদারি ও মূল্যবোধ এই কিশোর অপরাধ অনেক কমিয়ে আনতে পারেন বলে মনে করেন তিনি৷
গাজীপুরকে কিশোর গ্যাং মুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।তারই ধারাবাহিকতায় অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির জন্য
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর গাছা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন,
আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি, কিশোর গ্যাং হতে সাবধান!!!
আপনাদের ছেলেদের সন্ধ্যার পরে বাসা থেকে বের হতে দেবেন না এবং আপনার সন্তানের নিয়মিত খোঁজ খবর নিন।
এখন হতে গাছা থানা এলাকার প্রতিটি মোড়ে বা বিভিন্ন চা ষ্টলে আড্ডা দিতে দেখা গেলে,মাথার চুলে রং করা হলে,স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক ঢঙে চুল কাটা হলে,অপসংস্কৃতির কাটা/ছেঁড়া কাপড় পরিধান করলে,উঠতি বয়সি ছেলেদের অযাচিত আড্ডায় পাওয়া গেলে,কোনধরনের মাদকের সাথে সম্পৃক্ততা পাওয়া গেলে,ইভটিজিং করলে,অতিরিক্ত শব্দযুক্ত হর্ণ ও অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালালে,নিজ এলাকা ব্যাতীত অন্য এলাকায় অযথা ঘুরাফেরা করলে ইত্যাদি আইন বহির্ভূত কাজ করলে তাদেরকে আটকপূর্বক আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে। আর গাছা থানা বিট পুলিশিং এর আয়ত্তে যারা আছেন সকল সদস্যকে তথ্য দেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। এব্যাপারে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের তথ্য প্রদান ও সহযোগিতার জন্য অনুরোধ করেন।