ঢাকাবৃহস্পতিবার , ১১ মার্চ ২০২১
১৭ই চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ ৩১শে মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ শুক্রবার
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার দাউদকান্দিতে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন; হতাহত অনেক

Agrajatra 24
মার্চ ১১, ২০২১ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

 

আবদুল্লাহ আল নোমানঃ

কুমিল্লা দাউদকান্দির গৌরীপুরে যাত্রীবাহী বাসে অগ্নিকান্ডে নিহত হয়েছেন দু’জন। আহত হয়েছেন ৯জন।
বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যা ছয়টা দিকে উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকা থেকে মতলবগামী মতলব এক্সপ্রেস বাসে এ আগুনের ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। জানা গেছে, আহতদের মধ্যে ৯ যাত্রীকে ঢাকায় পাঠানো হয়েছে। ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বাসের গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মতলব এক্সপ্রেসের বাসটি গৌরীপুর বাসস্ট্যান্ড পার হওয়ার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের সদস্যর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

 

দাউদকান্দি উপজেলার চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন ঘটনাস্থল পরিদর্শন  করেছেন এবং পর্যায় ক্রমে সকল ব্যবস্থা গ্রহণ করেন।এবং উপজেলার নির্বাহী অফিসার কামরুল ইসলাম স্যার নিহতদের প্রাথমিকভাবে ২০ হাজার টাকা ও আহতদের ১০ হাজার টাকা করে অনুদান দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।