মোঃ ছাবির উদ্দিনঃ
তারিখ ঃ ১২ জুন ২০২২ খ্রিঃ।১৫টি হত্যা ও মাদক মামলার ০৫টি ওয়ারেন্টভুক্ত পলাতক অস্ত্রধারী সন্ত্রাসী জুয়েলকে ১ টি বিদেশী রিভালবার, ২ রাউন্ড গুলি ও ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার‘সহ কুমিল্লার সদর থেকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প। ১১ জুন ২০২২ ইং তারিখে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ১৫টি হত্যা ও মাদক মামলার ০৫টি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ জুয়েল মিয়া(৩০), পিতা- মৃত আবুল বাসার, সাং-উত্তর চকবস্তা, থানা-কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা জেলার সদর থানাধীন কান্দিরপাড় এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযান পরিচালনা করে আনুমানিক ০৫.৪০ ঘটিকায় ২য় কান্দিরপাড় ট্রমা হাসপাতাল সংলগ্ন পোঃ কুমিল্লা সদর, থানা-কোতয়ালী, জেলা- কুমিল্লা, ভাড়া বাসা নং-৯০ নজুরুল এভিনিউ কান্দিরপাড় হতে জুয়েলকে গ্রেফতার করা হয়। আসামী জুয়েলের নামে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নারায়নগঞ্জ, বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় হত্যা ও মাদক মামলা সহ মোট ১৫টি মামলা রয়েছে। আসামী জুয়েলকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লায় অবস্থান করে অস্ত্র ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তার স্বীকারোক্তির ভিত্তিতে ১২ জুন ২০২২ ইং তারিখ রাত আনুমানিক ০২.৫০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন উত্তর চকবস্তা এলাকায় তার নিজ বাড়িতে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে তার বসত ঘর হতে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ টি বিদেশী রিভালবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করা হয়।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য এবং ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।