ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর বলুহর ইউনিয়নের ফুলবাড়ি স্কুলপাড়ায় আব্দুল্লাহ (৪) নামে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ই মার্চ) দুপুরে উপজেলার ফুলবাড়ি স্কুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত শিশুটি একই গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
এলাকাবাসী জানান, আনুমানিক দুপুর ১টার দিকে আমিরুল ইসলামের বাড়ির সামনের পুকুরপাড়ে শিশু আব্দুল্লাহ খেলা করছিল। এক পর্যায়ে সবার চক্ষুর আড়ালে সে পুকুরের পানিতে পড়ে যায়।
পরে শিশুটির দেহ পানিতে ভেসে উঠলে স্থানীয় প্রতিবেশিরা দেখলে চিৎকার ও কান্নাকাটিতে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।