ঝিনাইদহ জেলা প্রতিনিধি,
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না।আর এই কথাটার বাস্তবে রূপ দিলেন কোটচাঁদপুর পৌর ছাত্রলীগের নেতা মোঃ শেখ ফয়সাল।একদিকে বৈশ্বিক করোনা ভাইরাস অন্যদিকে পবিত্র মাহে রমজান চলতেছে।পৌরসভার অসহায় দুস্থ,পথচারী ও ছিন্নমূল রোজাদার মানুষগুলোর পাশে বাড়িয়ে দিলেন মানবতার হাত। নিজস্ব অর্থায়নে ২৫০ পথচারীদের মাঝে তুলে দিলেন ইফতার সামগ্রী।(১০মে সোমবার)বাদ আসর কোটচাঁদপুর পায়রা চত্বরসহ বিভিন্ন স্হানে ইফতারী দেওয়া হয়।পৌর মেয়র জনাব সহিদুজ্জামান সেলিম এর উপস্থিততে অসহায়, দুস্থ,পথচারী ও ভাসমান অসহায় ছিন্নমূল মানুষদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন এ ছাত্রলীগ নেতা।এছাড়াও এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সুব্রত চক্রবর্তী।এবিষয়ে জানতে চাইলে শেখ ফয়সাল এক সাক্ষাৎকারে জানান মানব সেবাই বড় ধর্ম। মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করার জন্য সমাজে অসহায়, দুস্থ,পথচারী ও ছিন্নমূল মানুষগুলো যাতে ভালোভাবে ইফতার করতে পারে সেজন্য ইফতারের আগ মুহূর্তে ইফতার সামগ্রী বিতরণের সিদ্ধান্ত নিয়েছি।দেশের এই ক্লান্তিলগ্নে এই মানুষগুলো রোজা রাখার পর যাতে ইফতারে কষ্ট না হয় সেজন্য আমার পক্ষ থেকে এই ক্ষুদ্র আয়োজন।