স্টাফ রিপোর্টার:-সিলেটের কোম্পানীগঞ্জ দক্ষিণ কলাবাড়ি গ্রাম থেকে ৩ শত ৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ একজনকে আটক করা হয়েছে।
শনিবার কোম্পানীগঞ্জ থানার এসআই মন্জুরুল আলম ও এএসআই মো: আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রাত ৭ টা ৪৫ মিনিটের সময় উল্লেখিত মাদক ও ব্যাবহৃত একটি মাইক্রোবাস সহ আমির হোসেন (২৩) একজনকে গ্রেফতার করে।
গ্রেফতার আমীর হোসেন উপজেলার উৎমা (লামা গ্রাম) এলাকার মৃত: আছদ্দর আলীর পুত্র।
কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল বলেন,মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অভ্যাহত থাকবে।
শেষ খবর পাওয়ার আগ পর্যন্ত ‘উদ্ধারকৃত মাদক’ মামলার আলামত হিসেবে জব্দ করা হয় এবং আটক ব্যক্তিকে প্রধান আসামী দেখিয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়েরে প্রস্তুতি চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।