সিরাজ উল্লাহ(কোম্পানীগঞ্জ, নোয়াখালী) প্রতিনিধি
শুক্রবার সকাল ১০ টায় নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় হাসপাতাল সড়কে বহুতল ভবন মেট্রো টাওয়ারের শুভ উদ্বোধন করা হয়। বিশিষ্ট শিল্পপতি,সমাজসেবক,দানবীর, রাজনৈতিক ব্যক্তিত্ব,চারদলীয় ঐক্য জোটের সাবেক উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঢাকার মেট্রো গ্রপের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম এর মালিকানাধীন মেট্রো টাওয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বিএনপি নেতা ও মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আলম শিকদার।মডার্ণ হাসপাতলের পরিচালক রহমত উল্যাহ দিদার এর সঞ্চালনায় মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম,বসুরহাট সরকারি ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও কোম্পানীগঞ্জ উপজেলা জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা ফয়েজুল্লাহ সাহেব।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও রামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনসার উল্যাহ,বিএনপি নেতা জাহাঙ্গীর আলম,কাজী একরামুল হক,আফতাব আহমেদ বাচ্চু,এনামুল হক মিলন মেম্বার,জসিম উদ্দিন আলমগীর, বিএনপি নেতাবিপ্লব, জামায়াত নেতা কামাল উদ্দিন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ফখরুল ইসলামের।ব্যক্তিগত কাজ থাকায় তিনি উপস্হিত থাকতে পারেন নাই।সবাইকে সালাম জানিয়েছেন