সিরাজ উল্লাহ(কোম্পানীগন্জ, নোয়াখালী)প্রতিনিধিঃ-
বাংলাদেশ আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক এর ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জার কোম্পানীগঞ্জের চলমান সংকট কাটিয়ে শান্তিতে রুপান্তর করতে ১১ দফা দাবি তুলে ধরনে দলীয় নেতা কর্মী ও দেশবাসী সহ সাধারণ মানুষের কাছে। তিনি বুধবার সাড়ে ৪টার সময় তার অনুসারী স্বপন মাহমুদ এর পেজবুক লাইভে এসে ১১ দফা প্রস্তাব তুলে ধরেন এবং তিনি দ্রুত বাস্তবায়নের দাবিও জানান।
মেয়র আবদুল কাদের মির্জা বলেন কোম্পানীগঞ্জ আমাদের শান্তির জায়গা।আমাদের প্রিয় কোম্পানীগঞ্জে রক্তপাত, সংঘাত আর যেন না হয় সেই জন্য, অস্ত্র মুক্ত,সন্ত্রাস মুক্ত, দখলদার মুক্ত, মাদক মুক্ত এবং দূর্ণীতি মুক্ত কোম্পানীগঞ্জ গড়াতে চাই।সেই লক্ষ্যে
“কাদের মির্যার প্রাস্তাবিত ১১দফা”
১/সাংবাদিক মুজাক্কির ও সি, এন,জি,চালক আলাউদ্দিন হত্যার সুস্থ তদন্ত করে দ্রুত বিচার করতে হবে ।
২/নোয়াখালী প্রশাসনিক কর্মকর্তা নিরপেক্ষতা হারিয়েছে তাদের সরিয়ে অস্ত্রের রাজনীতি বন্ধ করতে হবে।
৩/আমার ছেলে তাসিকের উপর হামলা কারীদের সি,সি,পুটেজ দেখে তাদের কে আইনের আওতায় আনতে হবে।
৪/নিরপেক্ষ ভাবে পুলিশের নির্যাতনের মামলার বিচার করা।
৫/গত ৪ মাসের সকল মামলার সুষ্ট তদন্ত করে ব্যাবস্থা নিতে হবে।
৬/ কোম্পানীগঞ্জে প্রতিটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে অবাদ সুস্থ ও নিরপেক্ষ করার প্রয়োজনিয় ব্যাবস্থা করতে হবে।
৭/কোম্পানীগঞ্জের রাজনৈতিক প্রাশাসনিক অনিয়ম ও দুর্নীতি বন্ধ করা।
৮/কোম্পানীগঞ্জের রাজনৈতিক সহ অবস্থান নিশ্চিত করা।
৯/গত ৩ মাস যাবত গ্রেফতার হওয়া নেতা কর্মিদেরকে মুক্তি দিতে হয়া ।
১০/গত ৩ মাস যাবত কোম্পানীগঞ্জে অস্থিতিশিল পরিবেশ যারা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যাবস্থা নিতে হবে।
১১/যে সকল ঘটনার মামলা হয়নি যেমনঃ- দাগনভূয়া হামলা ও চট্টগ্রামে আমার উপর হামলার ঘটনা দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
মির্জা কাদের পেইজবুক লাইভে এসে শান্তির কোম্পানীগঞ্জে শান্তির সুবাতাস ফিরে আনতে এই সব শর্ত ও দাবি তুলে ধরেন দলীয় নেতা কর্মী ও দেশবাসীর কাছে।অবিলম্বে তা বাস্তবায়নের দাবিও জানান।